প্রখ্যাত ব্যক্তিত্ব
ডাহিয়া ইউণিযনে তেমন কোন প্রখ্যাত ব্যক্তিত্ব নেই বললেই চলে
যেমন,
**** সেই জমিদার প্রর্থা কালে কয়েক জন জমিদার ছিল ,
* বেড়াবাড়ী গ্রামে রবিউল্লা, তবিউল্লা তালুক কিনে তালুকদার হন।
১. সবতুল্লা তালুকদার তিনি ৩/৪( তিন থেকে চার ) বার প্রেসিডেন্টছিলেন ।
২. ইয়াছিন তালুকদার তিনি ও ১/ (এক) বার প্রেসিডেন্ট ছিলেন ।
আরকে জন ব্যাক্তি যিনি সবাজ সেবক ছিলেন।
১. ডাঃ আবুল ফজল সিদ্দিকি
সমবায় ব্যাংকের সভাপতি ছিলেন
**** আরেক জমিদার ছিলেন বিয়াশ গ্রামে ,
১. শ্রী জিনার্থ ঘোষ
২০ থেকে ২৫ বছর জমিদারী করেছেন।
**** ইছল বাড়ীয়া গ্রামের প্রখ্যাত ব্যক্তিত্ব ছিলেন,
১. মোঃ মছির মোল্লা তিনি ছিলেন ঋণ শালিশী বোর্ডে চেয়ারম্যান ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস