বরাবর,
চেয়ারম্যান, তাং ১২-০৪-২০১৪ ইং।
২নং ডাহিয়া ইউনিয়ন পরিষদ কার্য্যালয়
সিংড়া, নাটোর।
বাদী বিবাদী
মোঃ শামা ফকির ১। মোঃ আউয়াল প্রাং
পিতা মৃত আখের ফকির ২।মোঃ মনজু প্রাং
সাং ছোট বাঁশবাড়িয়া উভয়ের পিতা মৃত মামুদ আলী
সিংড়া, নাটোর। সাং মাধা
সিংড়া, নাটোর।
বিষয়ঃ জমাজমি সংক্রামত্ম।
জনাব,
সবিনয় বিনীত আরজ এইযে, বিবাদীগন দুর্দামত্ম দাঙ্গাবাজ অসৎ লাটিয়াল প্রকৃতির লোক। তাহারা করিতে পারে না এমন কোন অসাধ্য কাজ নাই। নিন্ম তপশীল বর্ণিত সম্পত্তি আমার হক দখলীয় সম্পত্তি বটে। আমার ইরি ধানের জমির ধানের মধ্যে বিবাদীগন জোড় পূর্বক করিয়া মাটি কাটিয়া আমারই হক দখলীয় হইতে মাটি কাটিয়া দখল করিতেছে।আমি বাধা নিষেধ দিলে মানে নাই তাহা ছাড়া মাধা মৌজার প্রধান বর্গের সাম্রতিক বিচার ও দিয়াছি। তাহার ও কোন সমাধান নাই। এমতাবস্থায় আমি কোন উপায় না দেখিয়া আপনার শরণাপন্ন হলাম।
অতএব, বিধায় দয়া করিয়্ সরজমিনে তদমত্ম এবং সাক্ষী প্রমান গ্রহনে ও উভয় পক্ষের কাগজ পত্র দেখিয়া আমার সুষ্ঠ সমাধান করিতে আপনার মর্জি হয়।
আবেদনকারীর স্বাক্ষর
পক্ষে
আবুল আছাদ
তপশীল
মৌজাঃ মাধা
খতিয়ান নংঃ ৭
দাগ নংঃ ১৩৩, ১৩৪
পরিমানঃ .২১, .২৪
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS